ঢাকা ৭ কলেজ ভর্তি প্রক্রিয়া :
৭ কলেজে ভর্তির জন্য যেসব কাগজপত্র আবশ্যক--
১।এসএসসি মূল ট্রান্সক্রিপ্ট
২।এইচএসসি মূল ট্রান্সক্রিপ্ট মূল মার্কশিট না থাকলে মূল সার্টিফিকেট দিতে পারেন। আর মার্কশিট থাকলে সার্টিফিকেট লাগবে না।
৩।SIF ফর্ম। (সাবজেক্ট চয়েজ দেয়ার সময় ওয়েবসাইটে পূরণ করা (Student information form)
৪।২য় কিস্তি পরিশোধ পূর্বক ২ পাতার রশিদ (২য় কিস্তি দেয়ার পর যে রশিদ দেয়া হবে সেটাই ফাইনাল রশিদ)
৫।পাসপোর্ট সাইজের ছবি ৪ কপি । ( ছবির পেছনে নিজের নামে লিখলেই সত্যায়িত হবে)
৬।ভর্তিচ্ছুক ডিপার্টমেন্ট থেকে একটা ম্যানুয়াল ফর্ম দেয়া হবে সেইটা পূরণ করতে হবে।
এই ৬ টি কাগজ অবশ্যই লাগবে।।
* প্রতিটি কাগজের ২ টা ফটোকপি রাখবেন। একটা নিজের কাছে রেখে দিবেন আরেকটা ভর্তির সময় মেইন কপির সাথে জমা দিতে হবে।।
ভর্তির জন্য অপশনাল কাগজ-
• মূল মার্কশিট না থাকলে, মূল সার্টিফিকেট দিতে পারবেন।
• এসএসসি ও এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড
• স্ট্যাম্প সাইজের ছবি (যদি পাসপোর্ট সাইজ সংগ্রহে না থাকে)
• প্রসংশাপত্র
No/নাম্বার | বাংলা | English |
---|---|---|
1 | এসএসসি মূল ট্রান্সক্রিপ্ট | SSC original transcript |
2 | এইচএসসি মূল ট্রান্সক্রিপ্ট মূল মার্কশিট না থাকলে মূল সার্টিফিকেট দিতে পারেন। আর মার্কশিট থাকলে সার্টিফিকেট লাগবে না। | If the HSC original transcript is not the original marksheet, then you can give the original certificate. And if you have a marksheet, you do not need a certificate. |
3 | SIF ফর্ম। (সাবজেক্ট চয়েজ দেয়ার সময় ওয়েবসাইটে পূরণ করা | SIF form. (Fill in on the website when making subject choices |
4 | ২য় কিস্তি পরিশোধ পূর্বক ২ পাতার রশিদ (২য় কিস্তি দেয়ার পর যে রশিদ দেয়া হবে সেটাই ফাইনাল রশিদ) | 2-page receipt after paying 2nd installment (the receipt to be given after paying the 2nd installment is the final receipt) |
5 | পাসপোর্ট সাইজের ছবি ৪ কপি । ( ছবির পেছনে নিজের নামে লিখলেই সত্যায়িত হবে) | Passport size photo 4 copies. (It would be attested to write your own name on the back of the image.) |
6 | ভর্তিচ্ছুক ডিপার্টমেন্ট থেকে একটা ম্যানুয়াল ফর্ম দেয়া হবে সেইটা পূরণ করতে হবে। | A manual form will be given from the admission-seeking department, which will have to be filled. |
Dhaka 7 college admission process.
7 Documents required for admission to college-
1. SSC original transcript
2. If the HSC original transcript is not the original mark sheet, then you can give the original certificate. And if you have a mark sheet, you do not need a certificate.
3. SIF form. (Fill in on the website when making subject choices
Student information form)
4. 2-page receipt after paying 2nd installment (the receipt to be given after paying the 2nd installment is the final receipt)
5. Passport size photo 4 copies. (It would be attested to write your own name on the back of the image.)
6. A manual form will be given from the admission-seeking department, which will have to be filled.
You need these 6 papers."
* Keep 2 photocopies of each paper. Keep one with yourself and the other will have to be submitted with the main copy at the time of admission.
Optional paper for admission-
• If you do not have the original mark sheet, you can give the original certificate.
• SSC and HSC main registration cards
• Stamp size photograph (if passport size is not in collection)
• Citation / Testimonial
Rate This Article
Thanks for reading: ঢাকা ৭ কলেজ ভর্তি প্রক্রিয়া | Dhaka 7 college admission process. , I hope you find it informative!